রাজনগরে গ্রামীন ব্যাংকে অগ্নিকান্ডের ঘটনাটি গুজব
রাজনগর প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগরে গ্রামীণ ব্যাংক অফিসে অগ্নিকান্ডের ঘটনাটি গুজব। বিভিন্ন যোগাযোগ মাধ্যমে রাজনগর গ্রামীণ ব্যাংকের অফিসে অগ্নিসংযোগ করে জ¦ালিয়ে দেয়া হয়েছে বলে প্রচার করলে পুলিশ সহসংশ্লিষ্ট প্রশাসন উপজেলার টেংরাবাজারস্থ গ্রামীণ ব্যাংকের অফিসটি পরিদর্শন করে এর কোনো সত্যতা পাননি বলে জানা যায়।
রাজনগর থানা পুুলিশ ও সংশ্লিষ্ট গ্রামীণ ব্যাংক অফিস সুত্রে জানা যায়, ১৬ নভেম্বর রবিবার ভোর থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলার টেংরাবাজারস্থ গ্রামীণ ব্যাংক অফিসে অগ্নিসংযোগ করে জ¦ালিয়ে দেয়া হয়েছে। বিষয়টি ব্যাপক প্রচার হলে সকাল থেকে সংশ্লিষ্ট গ্রামীণ ব্যাংক অফিস কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও সাধারণ মানুষ গিয়ে আগুন লাগার মত কোনোঅ ালামত দেখতে পাননি। এদিকে প্রচারিত ভিডিও ফুটেজের ক্যাপশনে দেখা গেছে ভোর ৪;৩০ মি গ্রামীণ ব্যাংক রাজনগর শাখা ১৬ নভেম্বর জ্বালিয়ে দেয়া হয়েছে। ভিডিওতে দেখা গেছে ৮/১০জন যুবক মশাল হাে তনিয়ে” ইউনুসকে বলে দিব, জয়বাংলা” শেখ হাসিনার জন্ম দিন ইত্যাদি স্লোগান দিয়ে একটি বিল্ডিংগের কলাপ্সেবল গেইটের নিচে সিড়িতে আগুন দিচ্ছে। কিš ‘ঘটনাস্থল পরিদর্শনে এর কোনো আলামত পাওয়া যায়নি।
গ্রামীণ ব্যাংক টেংরা শাখার ম্যানেজার শামীম আহমদ জানান, অফিসে আসার পথে কিছু পরিচিত লোকদের কাছ থেকে আগুন লাগার খবরটি জানতে পারি। কিন্তু অফিে সগিয়ে সব কিছু স্বাভাবিক আছে বলে দেখতে পাই। অগ্নিকান্ডের গুজবটি উদ্দেশ্যমূলক।
এব্যাপারে রাজনগর থানার অফিসার ইনচার্জ মোবারক হোসেন খান বলেন, আমি ফেইসবুক থেকে গ্রামীণ ব্যাংকে আগুন লাগার খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন লাগার ম তকোনো আলামত দেখতে পাইনি। ধারনা হচ্ছে দেশকে অস্থিতিশীল করতে একটি কুচক্রীমহল এসব গুজব ছড়াচ্ছে।



মন্তব্য করুন