রাজনগর চা বাগান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃত্তির টাকা বিতরণ
রাজনগর প্রতিনিধি : রাজনগর চা বাগান প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির টাকা বিতরণ করা হয়েছে। মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) সংসদীয় আসনের খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা আহমদ বিলাল শিক্ষার্থীদের মাঝে বৃত্তিরর টাকা বিতরণ করেন।
বুধবার ১৯ নভেম্বর দুপুরে বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে এ বৃত্তির টাকা বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ (সদর রাজনগর) সংসদীয় আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা আহমদ বিলাল। বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল মালেকের সভাপতিত্বে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের টেংরা ইউনিয়ন শাখার সভাপতি হাফিজ আবুল কালাম, খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক ডা. মুজিবুর রহমান মোহন, রাজনগর চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মন্টু নুনিয়া, সাধারণ সম্পাদক বিজয় নুনিয়া। এছাড়াও শিক্ষার্থীদের বিভিন্ন অভিভাবক উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন