মৌলভীবাজার-৪ আসনে মাওলানা শেখ নুরে আলম হামিদীর মনোনয়নপত্র দাখিল

December 29, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার-৪ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত মাওলানা শেখ নুরে আলম হামিদীর।

২৯ ডিসেম্বর সোমবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ও ১০ দলীয় জোটের সম্ভাব্য প্রার্থী, জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলূম হামিদনগর বরুণা মাদরাসার নায়েবে সদরে মুহতামিম মাওলানা শেখ নূরে আলম হামিদী।

তিনি শ্রীমঙ্গল উপজেলা সহকারী রিটার্নিং অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো: ইসলাম উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সদস্য ও মৌলভীবাজার জেলা সভাপতি শাইখুল হাদীস মুফতী মাওলানা হাবিবুর রহমান ক্বাসেমী,বরুণা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শেখ বদরুল আলম হামিদী, জেলা সিনিয়র সহসভাপতি মাওলানা ফারুক আহমদ, সহসভাপতি মাওলানা আসাদ আল হুসাইন ও মাওলানা আবুল কালাম।

আরও উপস্থিত ছিলেন মাওলানা হাদী আলম হামিদী, জেলা সাধারণ সম্পাদক মুফতী মাওলানা হিফজুর রহমান হেলাল, শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা মাহমুদুল হাসান,কমলগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মাওলানা শামসুল ইসলাম, মৌলভীবাজার সদর উপজেলা সভাপতি মাওলানা ইসমাইল আলী, জেলা অফিস সম্পাদক আব্দুল ওয়াজিদ, জেলা বায়তুলমাল সম্পাদক মওসুফ আহমদ এবং জেলা প্রচার সম্পাদক মুফতী রুহুল আমীন। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের জেলা প্রশিক্ষণ সম্পাদক ও শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মো: মুজাহিদুল ইসলাম, খেলাফত ছাত্র মজলিসের জেলা সহ-সভাপতি মাজহারুল ইসলাম, সংগঠন বিভাগের সম্পাদক মো: হাদী আলমসহ জেলা, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com