সোস্যাল কেয়ার অব নেশনের শিক্ষা সামগ্রী বিতরণ
কুলাউড়া প্রতিনিধি॥ “সময়ের সাথে তাল মিলিয়ে সমৃদ্ধির পথে আপনাদের নিয়ে আমরা” এই শ্লোগানকে সামনে রেখে সোস্যাল কেয়ার অব নেশনের পক্ষ থেকে কুলাউড়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ হয়।
১৬ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৪ টায় সাপ্তাহিক সীমান্তের ডাক কার্যালয়ে সোস্যাল কেয়ার অব নেশনের সভাপতি মোহাইমিনুল ইসলাম মাহিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ আজিজুল ইসলাম এর পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোস্যাল কেয়ার অব নেশনের উপদেষ্টা ডাঃ হেমন্ত চন্দ্র পাল, দৈনিক দিনকালের কুলাউড়া প্রতিনিধি মোক্তাদির হোসেন, সংগঠনের উপদেষ্টা শহীদুল ইসলাম তনয়, জাহাঙ্গীর আলম, একেএম জাবের ও ব্যবসায়ী কল্যাণ সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল বারী সোহেল। উক্ত বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন সোস্যাল কেয়ার অব নেশনের সিনিয়র সদস্য আজিজুল ইসলাম উজ্জ্বল, সোহেল আহমদ, খায়রুল কবির জাফর, সৈয়দ আনিসুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আসিকুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম আরিফ, প্রচার সম্পাদক মোক্তার আহমেদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ জাহিদ হাসান শিবলু, সদস্য রনি আহমদ, সালাউদ্দিন আল সালোক, অলক চন্দ, মেহেদি হাসান, তাহমীদ খান শাওন, সৈয়দ সামছুল ইসলাম ও রেলওয়ে জুনিয়র হাই স্কুলের শিক্ষক সাইদুল ইসলাম কামরান প্রমুখ। যেসকল বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী দেওয়া হয়: নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের ৮ জন, রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের ৬ জন, শাহ সুন্দর উচ্চ বিদ্যালয়ের ৫ জন, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের ৩ জন, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ২ জন, দিলদারপুর উচ্চ বিদ্যালয়ের ১ জন, মাষ্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয়ের ১ জন, অগ্রণী উচ্চ বিদ্যালয়ের ১ জন, পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের ১ জন, হিঙ্গাজিয়া সিনিয়র মাদরাসার ১ ও গাজীপুর দাখিল মাদরাসার ১ জন।



মন্তব্য করুন