বিসিএস উত্তীর্ণদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা থেকে ৩৬তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত সকল ক্যাডারদের নিয়ে সোমবার ১৯ ফেব্রুয়ারি দূপুরে পারামাউন্ট জব কেয়ার সেন্টারের উদ্যোগে এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মোঃ আব্দুল মোক্তাদির হোসাইন সিদ্দিকির সভাপতিত্বে ও মোঃ সাইফুল ইসলামের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, মৌলভীবাজার সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম, উপাধ্যক্ষ প্রফেসর ড.ফজলুল আলী, জগৎসী জি, কে, এম সাইফুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো নুরুল ইসলাম, সদর উপজেলার ভাইস-চেয়াম্যান আলহাজ্ব আলাউর রহমান টিপু, জেলা পুলিশের ডিআইও মোঃ আবু তাহের, প্রভাষক মোদাব্বির হোসেন সিদ্দিকি ও সাকিম আহমেদ সহ প্রমুখ।
এই অনুষ্ঠানে ৩৬ তম বিসিএস এ পররাষ্ট্র, প্রশাসন, শিক্ষা, সমবায় ও কৃষি ক্যাডারে উত্তির্ণদের সংবর্ধনা দেয়া হয় এবং পারামাউন্ট জব কেয়ার সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।



মন্তব্য করুন