বিএনপি ও অঙ্গসংগঠনের পুস্পস্থবক অর্পন
স্টাফ রিপোর্টার॥ অমর ২১শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
২১ ফেব্রুয়ারি সকাল ৮ টায় জেলা বিএনপি সহ-সভাপতি আব্দুল মুকিতের নেতৃত্বে জেলা বিএনপি পুস্পস্থবক অর্পনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র-সভাপতি আশিক মোশারফ, সাংগঠনিক সম্পাদক বকসী মিসবাউর রহমান।
থানা বিএনপির সভাপতি হেলু মিয়া, সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পৌর বিএনপির সদস্য সচিব মনোয়ার আহমেদ রহমানের নেতৃত্বে পুস্পস্থবক অর্পন করেন আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম, মাধব দে, রেজা রহমান, সাবের আহমেদ সহ পৌর নেতৃবৃন্দ।
জেলা যুবদলের সভাপতি (প্রস্তাবিত) মুজিবুর রহমান মজনু নেতৃত্বে পুস্পস্থবক অর্পন করেন জেলা যুবদলের সিনিয়র নেতা নিজামুর রহমান নিজাম, মোবারক হোসেন, আব্দুর রহমান, ফলসল আহমদ সহ জেলা যুবদলের নেতৃবৃন্দ।
জেলা জাসাস সভাপতি মারুফ আহমেদ এর নেতৃত্বে পুস্পস্থবক অর্পন করেন সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গির হাসান চৌধুরী, মো: আলআমীণ, শহিদুল ইসলাম অভি, সহ নেতৃবৃন্দ।
জেলা ছাত্রদলের সভাপতি (প্রস্তাবিত) আকিদুর রহমান সুহান এর নেতৃত্বে পুস্পঅপ’ন করেন সাধারণ সম্পাদক (প্রস্তাবিত) ইমামুল হক রিপন সহ জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কমী উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন