কুলাউড়ায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ২১ ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে। দিবসের শুরুতে রাত ১২-০১ মিনিটে মোঃ আব্দুল মতিন এমপি’র শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসুচী শুরু হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌর মেয়র, উপজেলা আওয়ামীলীগ, জাসদ, জাতীয় পার্টি, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কুলাউড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, কুলাউড়া ব্যাংকার্স এসোসিয়েশন, আব্দুল জব্বার স্মৃতি সংসদ, ইউনাইটেড কুলাউড়া ওয়েলফেয়ার ট্রাস্ট, প্রথমআলো বন্ধুসভা সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন। সকাল ৭টায় মোঃ আব্দুল মতিন এমপি’র নেতৃত্বে প্রভাতফেরী কুলাউড়া শহর প্রদক্ষিণ করে। সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্তরে ডিজিটাল ডিসপে¬ ‘উদ্দীপন’ এর মাধ্যমে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। সকাল ১১টায় শহীদ মিনার প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌঃ মোঃ গোলাম রাব্বীর সভাপতিত্বে ও অফিসার্স ক্লাবের সম্পাদক ডাঃ সুলতান আহমদের পরিচালনায় আলোচনা ও পুরস্কার বিতরনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন মোঃ আব্দুল মতিন এমপি। বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, কুলাউড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদি-উর রহিম জাদিদ, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম মুসা, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ ফজলুল হক খান সাহেদ ও নেহার বেগম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ নুরুল হক, কুলাউড়া থানার ওসি (তদন্ত) বিনয় ভূষণ রায়, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অঃদাঃ) আবুল বাশার, ইউকে কুলাউড়া সমিতির সভাপতি মোস্তফা আব্দুল মালিক, কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও নিউনেশন প্রতিনিধি এম মছব্বির আলী, দৈনিক মৌমাছি কণ্ঠের স্টাফ মাহফুজ শাকিল, সাপ্তাহিক কুলাউড়ার ডাকের শহর প্রতিনিধি এইচ ডি রুবেল প্রমুখ। পরে কুলাউড়া শিশু একাডেমী আয়োজিত চিত্রাঙ্কণ , রচনা লেখন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান পরিবেশন করা হয়। এছাড়া শহীদ মিনার প্রাঙ্গণে ৩দিনব্যাপী আয়োজিত বই মেলার সমাপনী অনুষ্টিত হয়।
ইউনাইটেড কুলাউড়া ওয়েলফেয়ার ট্রাস্টঃ আন্তর্জাতিক মানবসেবামূলক সংগঠন ইউনাইটেড কুলাউড়া ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কুলাউড়া শহীদ মিনার প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
২১ ফেব্রুয়ারি রাত ১২.১ মিনিটের সময় ট্রাস্টের কো-ফাউন্ডার মাহফুজ শাকিল ও নাজমুস সাকিব চৌধুরীর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার চৌঃ মোঃ গোলাম রাব্বী, মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদি উর রহিম জাদিদ, প্রবাসী কমিউনিটি নেতা মোস্তাফিজুর রহমান জুয়েল, দৈনিক উত্তরপূর্বের জেলা প্রতিনিধি সাইদুল হাসান সিপন প্রমুখ।
কুলাউড়া ডিগ্রি কলেজঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কুলাউড়া ডিগ্রি কলেজের পক্ষ থেকে কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ২১ ফেব্রুয়ারি সকালে কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল ও উপাধ্যক্ষ মোঃ আব্দুল হান্নানের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন কলেজের জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মশিউর রহমান, অর্থনীতি বিভাগের প্রভাষক মোঃ জমসেদ খান, ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক কামরুন নাহার , পৌরনীতি বিভাগের প্রভাষক সাহিদা খানম, ক্রীড়া শিক্ষক মোঃ আবুল কাশেম, প্রাক্তণ ছাত্র মাহফুজ শাকিল, সাংবাদিক এইচ ডি রুবেল, বর্তমান ছাত্র মিজানুর রহমান, মোহন আহমদ প্রমুখ।



মন্তব্য করুন