ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে মহান মার্তৃভাষা দিবস পালিত

February 22, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর  উপজেলার গোরারাই, ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে মহান ২১ শে ফেব্রুয়ারী আর্ন্তজাতিক মার্তৃভাষা দিবস যথাযত ভাবে উদযাপন করা হয়। বুধবার সকালে প্রভাত ফেরির মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়,পরে স্কুলের শহীদ মিনারে ভাষা শহীদ দের স্বরনে পুস্পস্থবক  অর্পন করেন বিদ্যালয় পরিচালনা কমিটি,শিক্ষক মন্ডলি, ছাত্র-ছাত্রী,প্রাক্তন ছাত্র পরিষদ,এর পর ছাত্র ছাত্রীদের বিভিন্ন প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়,বিদ্যালয়ের সভাপতি মোঃ লতিফুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক শহিদুল ইসলাম ও আবুল হোসেনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন নবাগত সভাপতি মোঃ আবু মিয়া চৌধুরী, প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসরাম চৌধুরী,শিক্ষানুরাগী সদস্য আমিরুল ইসলাম সাহেদ,সদস্য মুজিবুর হক সামছুল,ইউ/পি সদস্য রুবি বেগম,শিক্ষক হাজী জসিম উদ্দিন,বাবু শুকদেব গুস্বামী,উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান,প্রতিষ্টাতা সদস্য মোঃ শাহাজাহান.আব্দুল জব্বার,ফেরদৌসি আক্তার,হেলাল উদ্দিন ,মাওলানা জাহির মিয়া,শুভ্রত চন্দ্র বিশ^াস.প্রদিপ সরকার,সুলতানা বেগম,শেফালি বেগম,সূর্যমনি বিশ^াস,জালাল আহমেদ,রবি চন্দ্র সরকার,প্রাক্তন ছাত্র পরিষদের আব্দুল হান্নান, আব্দুল মতিন,শাজান মিয়া,আলঙ্গীর মিয়া,রনি মিয়া,সুয়েবুর রহমান,মোনাইম আহমেদ,জাকির হোসেন,রিপন মিয়া,খায়রুল ইসলাম, রাব্বি চৌধুরী,জাহাঙ্গীর,শামীম, সেলিম প্রমূখ্।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com