সাতগাঁও এলাকায় ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ১১টি বগি লাইনচ্যুত ॥ সারাদেশের সাথে সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ

February 23, 2018,

স্টাফ রিপোটার॥ মৌলভীবাজারের সাতগাঁও ষ্টেশনের কাছে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ১১টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার পর বৃহস্পতিবার রাত ১টা থেকে সিলেটের সাথে সারা দেশের সাথে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বাংলাদেশ রেলওয়ের সিলেট বিভাগের সহকারী প্রকৌশলী মুজিবুর রহমান জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশন ছেড়ে সাঁতগাও রেলওয়ে ষ্টেশন অতিক্রমের পর ট্রেনের পুলিং রড ভেঙ্গে ট্রেনের ১১টি বগি লাইন চ্যুত হয়ে পড়ে। এসময় রেলের বগি গুলো রেল সড়কের পাথরে আটকে যায়। দুর্ঘটনায রেল লাইন দুমরে মুছড়ে যায় এবং স্লিপার গুলো ভেঙ্গে যায়। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে রাত ৪টায় উদ্বার কাজের জন্য কুলাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌছে। অপর দিকে আখাউড়া থেকে আরও একটি রিলিফ ট্রেন রওয়ানা হয়েছে বলে জানান, সহকারী প্রকৌশলী মুজিবুর রহমান। শুক্রবার সকাল ৬টায় কুলাউড়া থেকে আসা রিলিফ ট্রেনটি উদ্বার কাজ শুরু করে।
উপবন ট্রেনের যাত্রী আব্দুল্লাহ মাহমুদ জানান, হঠাৎ করে তীব্র ঝাঁকুনি দিয়ে বগি লাইনচ্যুত হয় এবং দুলতে থাকে। এ সময় যাত্রীদের চিৎকারে এক ভীতিকর পরিস্থির অবতারণা হয়। স্থানীয় জনগণ এগিয়ে এসে তাদের সহযোগিতা করেন। ট্রেনের আরেকজন যাত্রী আতিকুর রহমান বলেন, রাত একটার দিকে বিকট শব্দ করতে করতে ট্রেন লাইনচ্যুত হতে থাকে। এ সময় এক ভীতিকর অবস্থার সৃষ্টি হয়। তবে ট্রেন স্বল্প সময়ের মধ্যেই থেমে যায় এবং বগিগুলো কাত হয়ে পড়ে।
শ্রীমঙ্গল স্টেশন মাষ্টার সাখাওযাত হোসেন জানান দূর্ঘটার কারনে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট গামী উপবন ট্রেন ও চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট গামী উদয়ন ট্রেন হবিগঞ্জের সায়েস্তা গঞ্জ ষ্টেশনে আটকা রয়েছে।
অন্যদিকে সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা জালালাবাদ ট্রেনটি আটকা পড়ে সমশের নগর ষ্টেশনে আটকা রয়েছে ।
কুলাউড়া ও আখাউড়া থেকে আসা দুটি উদ্বারকারী রিলিপ ট্রেন উদ্ধার কাজ করে যাচ্ছে। রেলওয়ের সহকারী প্রকৌশলী মুজিবুর রহমান জানান, এ পর্যন্ত লাইনচ্যুত হওয়া ৬টি বগী উদ্বার করা সম্ভব হয়েছে। বাকী বগী গুলোর উদ্বার কাজও খুব তড়িত ভাবে চলছে। তবে বিকেল ৩টার মধ্যে উদ্ধার কাজ ও লাইন মেরামতের কাজ শেষ করতে পারবেন বলে আমাকে জানান।
এদিকে দুর্ঘটানার প্রকৃত কারন জানতে ৫ সদস্য বিশিষ্ঠ একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি ৩ দিনের মধ্যে প্রতিবেদন দাখি করবে।
এদিকে এই ট্রেনে সিলেট থেকে ঢাকা যাচ্ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী এম এ মান্নানসহ সহ¯্রাধিক যাত্রী। খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে অর্থ প্রতিমন্ত্রীকে নিরাপদে নামিয়ে সায়েস্তাগঞ্জ পৌছে দিলে সেখান থেকে প্রাইভেট গাড়ি যোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন বলে জানান, শ্রীমঙ্গল উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মো: আশেকুল হক।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com