আলহাজ্জ মখলিছুর রহমান ডিগ্রি কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
আশরাফ আলী॥ আলহাজ্জ মোঃ মখলিছুর রহমান ডিগ্রি কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
একুশের প্রথম প্রহরে শহিদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে জড়ো হন কলেজের শিক্ষক-শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। বুধবার ২১ ফেব্রুয়ারী শহীদ মিনারে পুষ্পকস্তবক অর্পণের মধ্য দিয়ে বীর শহীদদের স্মরণ করা হয়।
এসময় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে কলেজের অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি ও কলেজের প্রতিষ্ঠাতা এম. এ রহিম সিআইপি, কলেজের আজীবন সদস্য মুজিবুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে পুরষ্কার বিতরণী ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে বিভিন্ন ধরণের খেলাধূলার আয়োজন করা হয়।



মন্তব্য করুন