এমবি মিডিয়ার উদ্বোগে সুবিধাবঞ্চিত নারীদের মধ্যে থ্রী-পিস বিতরণ

February 25, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার এর অন্যতম

সামাজিক সাংস্কৃতিক সংগঠন এমবি মিডিয়ার উদ্বোগে সুবিধাবঞ্চিত অসহায় নারীদের মধ্যে আনরেডী থ্র্রী-পিস বিতরণ করা হয়েছে।

২৪ ফেব্রুয়ারী শনিবার জুবায়ের আলী আহমদ এর নেতৃতে এমবি মিডিয়ার কার্যালয়ে শহরের প্রতিষ্ঠিত একটি  প্রতিষ্ঠানের স্বত্তাধীকারীর দানে (নাম প্রকাশে অনিচ্ছুক) ৬০ জন সুবিধাবঞ্চিতদের মধ্যে আনরেডী থ্র্রী-পিস তোলে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন এমবি মিডিয়ার সদস্য বৃন্ধ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com