কুলাউড়ায় শেড অব নেচার’র চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত
কুলাউড়া প্রতিনিধি॥ শিক্ষা, মানবতা ও পরিবেশ এই তিন শ্লোগানকে ধারন করে গঠিত কুলাউড়ার একমাত্র পরিবেশবাদী সংগঠন শেড অব নেচার’র আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রাথমিক ও কিন্ডারগার্টেন এর ছাত্র-ছাত্রীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
২৪ ফেব্রুয়ারী শনিবার সকাল ১১টায় কুলাউড়া ডাকবাংলো মাঠে কুলাউড়া পৌর শহরের ১৮টি প্রাথমিক ও কিন্ডারগার্টেনের প্রায় ২ শতাধিক ছাত্র-ছাত্রীদের নিয়ে ১ঘন্টা ব্যাপী এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে বিচারকদের মাধ্যমে ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম স্থান নির্ধারণ করা হয়। ৩টি বিভাগে মোট ১৫জনকে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সিরাজুল আলম জুবেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহিত রনির পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সংগঠক ডাঃ হেমন্ত চন্দ্র পাল, বিশিষ্ট ব্যবসায়ী শেলুর রহমান, কামরাঙ্গা সম্পাদক কামরুল হাসান, প্রিয় কুলাউড়ার সম্পাদক এ কে এম জাবের, প্রথমআলো বন্ধুসভার সভাপতি কাওসার আহমদ সাব্বির, শেড অব নেচার’র সিনিয়র সদস্য জহিরুল ইসলাম কর্ণ, রামিম রাসেল, রাহাত আহমদ, মাহফুজ শাকিল। এছাড়া উপস্থিত ছিলেন শেড অব নেচার’র আজিজুল ইসলাম উজ্জল, খায়রুল কবির জাফর, মিলন আহমদ, মোফাজ্জল করিম লিটন, আজিজুল ইসলাম, আশিকুল ইসলাম বাবু, শাকিল আহমদ, হাবিবা ইসলাম ইমা, মাইশা আলতাফ, সঙ্গীতা ঘোষ। অনুষ্ঠান শেষে ১৫জন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত সকল অতিথিবৃন্দ।



মন্তব্য করুন