কুলাউড়ায় সন্ত্রাসী হামলায় ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ৭ জন আহত

February 27, 2018,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় সন্ত্রাসী হামলায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেলসহ ৭ জন গুরতর আহত হয়েছেন। কুলাউড়ার সর্বত্র বিশৃঙ্খলাকারী হিসেবে চিহ্নিত মাহবুবুর রহমান মান্নার নেতৃত্বে এই শ^সস্ত্র হামলা চালানো হয়।

২৫ ফেব্রুয়ারি রোববার রাত সাড়ে ১১টায় কুলাউড়া সিএনজি ফিলিং স্টেশনের পাশে এ হামলার ঘটনা ঘটে।

দলীয় সূত্রে জানা যায়, ঐদিন রাতে উপজেলার দক্ষিণ লস্করপুর গ্রামে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান এর উপস্থিতিতে খেলা সফলভাবে সম্পন্ন হয়। ফাইনাল খেলার পুরস্কার বিতরণের সময় মাহবুবুর রহমান মান্না বিশৃঙ্খলার চেষ্টা করে। এ সময় কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল এই ঔদ্ধত্যপুর্ণ আচরণের প্রতিবাদ জানায়। এক পর্যায়ে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান ও কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনুর উপস্থিতিতে মান্না বিশৃঙ্খলা সৃষ্টির জন্যে মঞ্চে দাড়িয়ে উপস্থিত সর্বস্তরের লোকজনের কাছে ক্ষমা চায়। খেলার পুরস্কার বিতরণী সম্পন্ন হওয়ার পর জেলা ও উপজেলা আ.লীগ নেতৃবৃন্দ এবং অতিথিবৃন্দ অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

রাত সাড়ে ১১টায় রুমেল তার উছলাপাড়াস্থ বাসার পাশে অবস্থিত কুলাউড়া সিএনজি ফিলিং স্টেশনের সন্নিকটে একটি দোকানের সামনে কয়েকজন সহকর্মীসহ দাড়িয়ে থাকা অবস্থায় মান্নার নেতৃত্বে অস্ত্র-শস্ত্র নিয়ে একদল সন্ত্রাসী- রুমেলের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় আবু সায়হাম রুমেলসহ কুলাউড়া সরকারি ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি জাকারিয়া আল জেবু, ছাত্রলীগ নেতা আব্দুল হাই সালমান, আব্দুল হাকিম শাপু ও যুবলীগ নেতা গোলজার হোসেন উজ্জল গুরতর আহত হয়েছেন। সাথে সাথে তাদেরকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের উপর হামলায় ছাত্রলীগের সর্বস্তরের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এদিকে কুলাউড়া হাসপাতালে চিকিৎসাধীন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেলকে দেখতে কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ দেখতে যান। নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com