নয়াবাজার কে.সি উচ্চ বিদ্যালয় ও কলেজে শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন
কুলাউড়া প্রতিনিধি॥ ২৬ ফেব্রুয়ারী সোমবার বিকাল তিনটায় কুলাউড়া উপজেলার নয়াবাজার কে.সি উচ্চ বিদ্যালয় ও কলেজের ঐতিহ্যের শতবর্ষ উদযাপনের স্বারক স্তম্ভ ও শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। উক্ত শতবর্ষ স্বারক স্তম্ভ ও শহীদ মিনারের ভিত্তি প্রস্তর করেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আ.স.ম কামরুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোঃ গোলাম রাব্বী। এ সময় উপস্থিত ছিলেন হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু, নয়াবাজার কে.সি উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি মোঃ সমুজ আলী, শতবর্ষ উদযাপন পরিষদের সহ-সভাপতি রেজাউর রহমান চৌধুরী, শতবর্ষ উদযাপন পরিষদের প্রচার সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সহ-সম্পাদক মোঃ আলাউদ্দিন, গভর্নিং বডির সদস্য শ্রীবাস চন্দ্র দত্ত, নয়াবাজার কে.সি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ প্রভাত চন্দ্র শর্ম্মা, সহ-প্রধান শিক্ষক মোঃ জাকারিয়া আহমদ, সাংবাদিক ছয়ফুল আলম সাইফুল, শিক্ষক খলিলুর রহমান, আল-আমিন বিল্ডিং ডিজাইনের পরিচালক ও উক্ত শতবর্ষ স্বারক স্তম্ভ ও শহীদ মিনারের ডিজাইনার ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, নয়াবাজার কে.সি উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক শিক্ষিকাগন।



মন্তব্য করুন