কুলাউড়া উপজেলা ছাত্রদলের পূর্নাঙ্গ কমিটি অনুমোদন
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলা ছাত্রদলের নতুন পূর্নাঙ্গ কমিটি অনুমোদন করেছে জেলা ছাত্রদল। কুলাউড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এম ফয়েজ উদ্দিনকে সভাপতি এবং কুলাউড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম গিয়াস উদ্দিন মোল¬াকে সাধারণ সম্পাদক করে মোট ১৯ জনের একটি কমিটি অনুমোদন করা হয়।
১ মার্চ বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি প্রকাশ করা হয়। দীর্ঘ প্রায় এক যুগ পর উপজেলার এই কমিটি পূর্নাঙ্গ রুপে অনুমোদন করা হলো। কেন্দ্রিয় ছাত্রদলের বিভাগীয় সাংগঠনিক ও জেলা ছাত্রদলের আহবায়ক জাকির হোসেন উজ্জ্বল অনুমোদিত এই কমিটিতে স্বাক্ষর প্রদান করেন জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সারোয়ার মজুমদার ইমন, জি এম এ মোক্তাদির রাজু, সিরাজুল ইসলাম পিরুন, আলীম হোসেন মিরু। নতুন কমিটিতে সভাপতি এম ফয়েজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক এম গিয়াস উদ্দিন মোল¬া ছাড়াও বাকিরা হলেন সিনিয়র সহ-সভাপতি মুসা আহমেদ সুয়েট, শাকির আহমদ, খন্দকার মহি উদ্দিন রিয়াদ, বেলাল খাঁন, মো: জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ, সৈয়দ নাঈম আহমেদ, রাহিদ আলম নাঈম, সহ সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাইফুর, রেদওয়ানুল হকফাহিম, তালুকদার আদনান বাশার আসিফ, রুহিত খান, মহী উদ্দিন খান বাপ্পী, সাংগঠনিক সম্পাদক ফাহাদ মাহফুজ চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক তানজীল হাসান খাঁন, মাইন উদ্দিন, সাঈদ বিন কালাম। উল্লেখ্য, এর আগে কুলাউড়া উপজেলা ছাত্রদলের অনেক উপজেলা আহবায়ক কমিটি ঘোষনা করা হলেও সর্বশেষ পূর্নাঙ্গ কমিটি ২০০৩ সালে অনুমোদন হয়। এর আগে সর্বশেষ পূর্ণাঙ্গ কমিটির সভাপতি আজমল আলী শামীম এবং সাধারণ সম্পাদক আবু সুফিয়ান প্রিন্স ছিলেন।



মন্তব্য করুন