জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর’র অভিযানে ৫ প্রতিষ্টানকে জরিমানা

March 4, 2018,

স্টাফ রিপোর্টার॥ বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় কুলাউড়া উপজেলায় অভিযান চালিয়েছে।

৪ মার্চ রোববার কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় ৫টি ব্যবসায়ী প্রতিষ্টানে এ অভিযান চালানো হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য তৈরি, পোড়া তেল ব্যবহার, খাদ্যপন্যে ক্ষতিকর রং ব্যবহার , ওষুধের নির্ধারীত দাম কেটে অতিরিক্ত দাম লিখা, রাস্তার পাশে খোলা খাবার বিক্রি করাসহ বিভিন্ন অপরাধে ওই পাঁচ প্রতিষ্ঠানকে ১৯ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। অভিযানকালে পলাশ মিষ্টি ঘর এন্ড হোটেলকে ৬ হাজার, জল খাবার মিষ্টি ঘরকে ৩ হাজার ৫শ, পাকশী রেষ্টুরেন্টকে ৫ হাজার, ও হান্নান মেডিকেল স্টোরকে আরো ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলার সেনেটারী ইন্সপেক্টর জসিম উদ্দিন আহমেদসহ অনেকেই।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com