কুলাউড়ায় চা শ্রমিকের লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়ন থেকে জিতেন রিকমন (২৫) নামক এক চা শ্রমিকের লাশ রোববার রাত ১০টায় উদ্ধার করেছে পুলিশ। বাগান এলাকায় একটি সিএনজি অটোরিক্সার ধাক্কায় রাস্তায় পড়ে তার মৃত্যু হয় বলে পুলিশ ও পারিবারিক সুত্র নিশ্চিত করেছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, রোববার সন্ধ্যায় বরমচাল চা বাগানের বাসিন্দা মৃত রাজকুমার রিকমনের ছেলে জিতেন রিকমন বাগান থেকে গরুর জন্য ঘাস নিয়ে ঘরে ফিরছিলেন। চা বাগান এলাকার পেট্রোবাংলা রাস্তায় একটি সিএনজি অটোরিক্সা তাকে সজোরে ধাক্কা মারে। এতে তিনি ঘটনা¯’লে পড়ে মৃত্যুবরণ করেন। খবর পেয়ে রাত আনুমানিক ১০টায় কুলাউড়া থানা পুলিশ ঘটনা¯’ল থেকে লাশ উদ্ধার। ৫ মার্চ সোমবার লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করেছে।
ঘটনার তদন্তকারী কর্মকর্তা এসআই জহিরুল ইসলাম তালুকদার জানান, সিএনজি অটোরিক্সার ধাক্কায় জিতেন রিকমনের মৃত্যু হয়েছে। সুরতহাল রিপোর্টে ঘাড়ে ও ডান বাহুতে আঘাতের চিহ্ন রয়েছে। ঘাতক সিএনজি অটোরিক্সা ও চালক পলাতক রয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বাকি ব্যব¯’া নেয়া হবে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেয়া হয়নি।



মন্তব্য করুন