কুলাউড়া ডিগ্রি কলেজে উপাধ্যক্ষ আব্দুল হান্নানের জন্মদিন পালন
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ার প্রাচীনতম বিদ্যপীঠ কুলাউড়া ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোঃ আব্দুল হান্নানের জন্মদিন অন্যরকমভাবে পালন করা হয়েছে। কলেজের প্রাক্তণ ছাত্র, তরুণ সাংবাদিক ও সংগঠক মাহফুজ শাকিলের উদ্যোগে ১৪ মার্চ বুধবার দুপুরে কলেজ শিক্ষক মিলনয়াতনে কেক কেটে এ জন্মদিন উদযাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য মোঃ আব্দুল মানিক, কলেজের জীব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মশিউর রহমান, অর্থনীতি বিভাগের প্রভাষক মোঃ জমসেদ খান, ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মোঃ জাহিদুর রহমান ও কামরুন নাহার ঝর্ণা, মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক সাইদুল ইসলাম,রসায়ন বিভাগের প্রভাষক মৌসুমী রায়, ইংরেজী বিভাগের প্রভাষক মাহফুজুর রহমান ও তাহমিদা আক্তার, কলেজের প্রাক্তণ ছাত্র সিরাজুল আলম জুবেল ও মোঃ শাহ আলম প্রমুখ।



মন্তব্য করুন