কুলাউড়ায় বাসযাত্রী ফেলে দেয়ার ঘটনায় হতবাক পথচারি বৃদ্ধের মৃত্যু

March 14, 2018,

বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়া মৌলভীবাজার সড়কের চুনঘর এলাকায় ১৪ মার্চ বুধবার রাত ৭টায় একটি বাস থেকে ২ যাত্রীকে ফেলে দেয় হেলপার। ঘটনা দেখে দ্যাবেজ ধর (৬০) নামক পথচারির মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুলাউড়া থেকে ছেড়ে যাওয়া মৌলভীবাজারগামী বাস মৌলভীবাজার (জ-০৪- ০০৫১) বাসের দু’যাত্রীর সাথে ২ টাকার জন্য বাসের হেলপারের বাকবিতন্ডা ও সংঘর্ষ হয়। বাসটি চুনঘর এলাকায় গেলে দু’যাত্রীকে নামানোর সময় বাসের হেলপার ধাক্কা মেরে ফেলে দেয়। এতে যাত্রীদ্বয় আহত হয়। এঘটনা দেখে রাস্তায় পাশে অবস্থানরত কাদিপুর ইউনিয়নের চুনঘর এলাকার বাসিন্দা দ্যাবেজ ধর জ্ঞান হারিয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে এল কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া হেলপারের ধাক্কায় বাসযাত্রী হারুন খান ও মুক্তার আহত হন। আহতরা কুলাউড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসের চালক মো: আব্দুল মনাফ ও হেলপার সুমন দেবসহ বাসটি আটক কুলাউড়া থানায় নিয়ে আসে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার মূল রহস্য উদঘাটন করতে পুলিশ তৎপর রয়েছে। ডাক্তার জানিয়েছেন, ২ ঘন্টা আগেই দ্যাবেজ ধর হ্দরোগে আক্রান্ত হন। ঘটনা দেখে তিনি ঘটনাস্তলে বসে পড়েন এবং জ্ঞান হারান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com