শ্রীমঙ্গলে আদিবাসী বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

March 20, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমংগলে সচেতন নাগরিক কমিটির (সনাক) ও টি আই বি এর উদ্যোগে আদিবাসীদের বিদ্যমান সমস্যা ও উত্তরণের উপায় বিষয়ক এক সভা আয়োজিত হয় সনাক অফিসে।

২০ মার্চ সকাল ১১ ঘটিকায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সনাক শ্রীমংগল শাখার সভাপতি সৈয়দ নেসার আহমদ। আলোচনা সভায় বক্তারা সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবী জানান। চা শ্রমিকদের মজুরী, ভূমির অধিকার, মনিপুরীদের হস্তশিল্প বিকাশে সরকারী পৃষ্ঠপোষকতা, খাসিয়া পান চাষে সরকারী অনুদান ইত্যাদি সমস্যা নিয়ে বক্তারা আলোচনা করেন। সভায় উপস্থিত ছিলেন আদিবাসী নেতা জিডিশন প্রধান সুছিয়ান, বীর মুক্তিযোদ্ধা বাবু আনন্দ মোহন সিংহ, লক্ষন মুন্ডা, পংকজ কন্দ, পারবন খংফান, সাজু মারছিয়াং, পরিমল সিং বারাইক, প্রদীপ সিংহ, সনাতন হাম্মাম, সুনীল মৃধা, আশিষ ডিও, ভীমপল সিনহা, শ্যামল দেবব্রম্মা, মহেশ সাওতাল প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com