সাংবাদিকদের সাথে মতবিনিময় খেলাফত মজলিসের জনসভা বৃহস্পতিবার
স্টাফ রিপোর্টার॥ ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল বাংলাদেশ খেলাফত মজলিস সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে।
২০ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে জানান, মৌলভীবাজার শহর ও রাজনগর উপজেলার আয়োজনে ২২ মার্চ বৃহস্পতিবার শহরের বেরিরপারস্থ পৌর মিনিবাস স্ট্যান্ডে জনসভার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে দলের জেলা সহ সভাপতি মাওলানা ফখরুল ইসলামের সভাপতিত্বে ও শহর শাখার সহ সভাপতি মাওলানা সৈয়দ সাইফুর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মজলিসের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিরি সদস্য ও মৌলভীবাজার ৩ আসনে ২০ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশী মাওলানা আহমদ বিলাল।
মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মজলিসের জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক মাওলানা মাহফুজুল ইসলাম। এসময় দলের পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার জনসভায় প্রধান অতিথির ভাষণ দিবেন মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক। উপস্থিত থাকবেন দলের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, যুগ্ম মহাসচিব মুন্তাসির আলী। এ সময় উপস্থিত ছিলেন দলের জেলা কমিটির সহ সভাপতি জয়নাল আবেদীন প্রমুখ।



মন্তব্য করুন