শুরু হয়েছে তিন দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
স্টাফ রিপোর্টার॥ “মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তি ভবিষ্যৎ” এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজার এম সাইফুর রহমান অডিটরিয়াম প্রাঙ্গনে শুরু হয়েছে তিন দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা।
২০মার্চ মঙ্গলবার মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে মেলার উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন। জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম এর সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী কাজী মেজবাহ ইল ইসলাম, পলিটেকনিক্যাল ইনিস্টিটিউট এর অধ্যক্ষ আহসানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাশেদুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার এ এস এম আব্দুল ওয়াদূদ।
মেলায় ২২টি স্টল এর মাধ্যমে বিভিন্ন স্কুল,কলেজ, এর শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত নতুন নতুন প্রযুক্তি উপস্থাপন করছেন।



মন্তব্য করুন