ইফার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও পুরস্কার বিতরণ
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার বর্নাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন (ইফা) ৪৩তম প্রতিষ্টাবার্ষিকী পালিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন (ইফা) মৌলভীবাজার শাখা বিভিন্ন কর্মসুচি পালন করে।
সকালে জেলা কার্যালয়ের সামনে থেকে বর্নাঢ্য র্যালী বের হয়ে সারা শহর প্রদক্ষিণ করে। পরে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন (ইফা) মৌলভীবাজার শাখার উপ-পরিচালক মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং ফিল্ড সুপার ভাইজার মোঃ জুলফিকার আলী বাবুল এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সাধারন সম্পাদক নজরুল ইসলাম মুহিব। বিশেষ অতিথি ছিলেন ফিল্ড অফিসার ইয়াহিয়া আহমদ চৌধুরী,মোঃ আশেকুর রহমান চৌধুরী। আলোচনা সভায় বক্তব্য রাখেন মৌলানা সিরাজুল ইসলাম,মৌলানা আব্দুর নুর আনোয়ার প্রমুখ।
আলোচনা শেষে মোনাজাত পরিচালনা করেন মৌলানা আব্দুর নূর আনওয়ারী। পরে অতিথিরা ইফার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মসজিদ ভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্য্যক্রম প্রকল্পের সহজ কোরআন শিক্ষা, প্রাক-প্রাথমিক কেন্দ্রের শির্ক্ষাথীদের বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন।



মন্তব্য করুন