মৌলভীবাজার শহীদদের আলোয় স্মরণ
March 25, 2018,
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে একাত্তরের ২৫ মার্চ কাল রাত্রিতে গণহত্যায় নিহত শহীদদের ‘‘আলোয় স্মরণ” করে শিশু-কিশোর সংগঠন উত্তরণ খেলাঘর আসর ও আলোক প্রজ্জলন করে শিল্পকলা একাডেমি।
২৫ রবিবার সন্ধায় পৌরসভার সম্মুখ থেকে মোমবাতি হাতে নিয়ে আলোর যাত্রা করে শহীদ স্মৃতি ফলকে মোমবাতি প্রজ্জলন করে শহীদদের স্মরণ করেন সংগঠনের সদস্যরা। আলোয় স্মরণ কর্মসূচীতে অংশ নেন সংগঠনের নেতা কর্মি ও সভ্যরা । এছাড়া পৃথকভাবে আলোক প্রজ্জলন করে জেলা শিল্পকলা একাডেমি।উপস্থিত জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম.অতিরিক্ত জেলা প্রশাসক মো. আশরাফুর রহমান, জেলা কালচারাল অফিসার জ্যোতি সিনহা ও শিল্পীরা।



মন্তব্য করুন