স্বাধীনতা দিবসে মৌলভীবাজারে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র্যালি
৪৭ তম মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে মৌলভীবাজারে বর্ণাঢ্য র্যালি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর।
সোমবার ২৬ মার্চ সকাল ৯টায় মৌলভীবাজার শহরের পশ্চিমবাজার এলাকা থেকে র্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ এলাকায় সমাবেশে মিলিত হয়।
র্যালি পরর্বতী সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মৌলভীবাজার শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক শহর সভাপতি মুর্শেদ আহমদ চৌধূরী, শহর সেক্রেটারী মিছবাহুল হাসানসহ অন্যান্য নেতাকর্মীরা।
ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন তার বক্তব্যে বলেন , ১৯৭১ সালের রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। সেই স্বাধীনতাকে ঐক্যের পরিবর্তে,সবাই মিলে দেশ গড়ার পরিবর্তে, চক্রান্তকারীরা আজকে মানুষের মধ্যে বিভেধ তৈরী করছে। বাংলাদেশেকে স্বৈরতান্ত্রিক দেশে স্বীকৃতি দিচ্ছে। জালিমরা দেশের গণতন্ত্রকে ধূলিসাব কওে দিয়েছে। তাই রক্তে কেনা স্বাধীনতা রক্ষায় আমাদের সবাইকে সচেতন হতে হবে। প্রেস রিলিজ॥



মন্তব্য করুন