ডাচ্-বাংলা ব্যাংক চোখের ছানি পড়া রোগীদের বিনা মূল্যের অপারেশন করে দেবে
স্টাফ রিপোর্টার॥ এখন থেকে ডাচ্-বাংলা ব্যাংক চোখের ছানি পড়া রোগীদের বিনা মূল্যের অপারেশন করে দেবে। এ বিষয়ে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সাথে একটি যৌথ চুক্তি স্বাক্ষর হয়েছে।
২৮ মার্চ সকালে এ কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। ডাচ-বাংলা ব্যাংক ফাউন্ডেশন-এর পক্ষে উপস্থিত ছিলেন ডাচ-বাংলা ব্যাংক, মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক শামীম আহমেদ চৌধুরী। বিএনএসবি চক্ষু হাসপাতালের সহ-সভাপতি মুজিবুর রহমান মুজিব এডভোকেট এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অবৈতনিক সাধারণ সম্পাদক সৈয়দ মোসাহিদ আহমেদ চুন্নু, যুগ্ম-সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও লেখক জনাব আব্দুল হামিদ মাহবুব, ডানকান ব্রাদার্স-এর চিকিৎসক ডাঃ আমিনুল ইসলাম। বিএনএসবি-এর কোষাধ্যক্ষ প্রকৌশলী এ মুনিম, বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং বিএনএসবির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত কার্যক্রমের আওতায় প্রথম দিন ৬৫ জন ছানি রোগী বাছাই করা হয় যাদের চোখে অপারেশনের মাধ্যমে লেন্স সংযোজন করা হবে।



মন্তব্য করুন