মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ নতুন কমিটির প্রথম সাধারণ সভায় নেতাকর্মীদের ওয়াকআউট

March 31, 2018,

স্টাফ রিপোর্টার॥ জেলা আওয়ামীলীগের নতুন কমিটির প্রথম সভায় ওয়াকআউট করলেন নেতাকর্মীরা। প্রথম সাধারণ সভা শুরু হওয়ার ১০-১৫ মিনিটের মাথায় সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে এক পেশি রাজনীতিসহ নানা অভিযোগ এনে প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী বলয়ের বর্তমান কমিটির ৭ জন নেতা ওয়াকআউট করেছেন। তাদের সাথে ওই বলয়ের কর্মী ও সর্মথকরাও সভাস্থল ত্যাগ করেন। এনিয়ে জেলা জুড়ে আওয়ামীগ নেতাকর্মীদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
জানাযায়, চলতি বছরের ১৫ মার্চ ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের পর শনিবার ৩১ মার্চ দুপুরে শহরের পৌর মিলনায়তনে প্রথম সাধারণ সভার আয়োজন করে বর্তমান কমিটি। ওই সভায় ৬৭ জন সদস্য উপস্থিত ছিলেন। সভায় পরিচয় পর্ব ও সভাপতির স্বাগত বক্তব্যের পরপরই সৈয়দ মহসিন আলী বলয়ের নেতা ও বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদ মোঃ কামাল হোসেন বর্তমান কমিটি অনুমোদনের প্রক্রিয়ার উপর প্রশ্ন তুলে বলেন, এর আগেও প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত যে কমিটি ছিল সেই কমিটিও দীর্ঘ ১১ বছরে কোনো সভা করেনি। বর্তমান কমিটিতে আমাদেরকে উপেক্ষা করা হয়ছে। তিনি বলেন, ২০১৭ সালে ২৮ অক্টোবর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জেলা সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১২জনের নাম ঘোষণা করেন। এর মধ্যে আমিও ছিলাম। কিন্তু প্রধানমন্ত্রীর কাছে পূর্ণাঙ্গ তালিকা পাঠানোর সময় আমিসহ অনেকের সাথে যোগাযোগ করা হয়নি। তারা কি অযোগ্য ছিলেন? তিনি সভাপতিকে উদ্দেশ্যে করে বলেন, আমরা আশা করে ছিলাম আপনি সঠিক বিচার করবেন। কিন্তু আমরাতো আপনার কাছ থেকে সেটা পাইনি। যুগ্ম সম্পাদকের ওই বক্তব্যের পরে সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছ থেকে সন্তুষজনক উত্তর না পাওয়ায় মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন, জাতীয় কমিটির সদস্য মোঃ ফিরোজ, জেলা সহ-সভাপতি মোঃ মসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, সদস্য সাইফুর রহমান বাবুল, রাজনগর উপজেলা চেয়ারম্যান আছকির খান ও জেলা যুগ্ম সাধারণ সম্পাদক নওশের আলী খোকন ওয়াকআউট করেন। ওয়াকআউটকৃত ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সাম্পাদক মোঃ কামাল হোসেন ওয়াকআউট এর কথা স্বীকার করে বলেন, অনিয়মতান্ত্রিক ভাবে ঘটিত কমিটির বিরুদ্ধে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। ওই কমিটি থেকে দলের অনেক ত্যাগি নেতাকর্মীরা বাদ পড়েছেন। এই অনিয়মের বিরুদ্ধে আমরা প্রধানমন্ত্রী বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছি এবং এবিষয়ে শিগগিরই প্রধানমন্ত্রীর সাথে দেখা করব। এবিষয়ে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মিছবাহুর রহমান বলেন, স্বাক্ষর করে ২-১ জন করে বাহির হয়ে গেলে আমাদের কিছু করার নেই। অভিযোগের বিষয়ে তিনি বলেন, কমিটির অনুমোদন নেত্রী দিয়েছেন। এটাতে আমাদের করার কিছু নেই। সাধারণ সভা সুন্দর ও স্বার্থক হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com