শিক্ষার্থীদের আন্দোলনে মৌলভীবাজারে পরীক্ষা স্থগিত
আশরাফ আলী॥ মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী রুবেলকে গ্রেফতারের প্রতিবাদে সেমিস্টার মধ্য পর্বের পরীক্ষা শিক্ষার্থীদের আন্দোলনে স্থগিত হয়েছে।
শনিবার সকালে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে রুবেলের মুক্তির দাবিতে আন্দোলন করে। আন্দোলনের মুখে পরীক্ষা স্থগিত করে দেয় কলেজ কর্তৃপক্ষ।
এর আগে শুক্রবার ৩০ মার্চ বিকেলে মৌলভীবাজার মডেল থানা পুলিশ কলেজের পার্শ্ববর্তী একটি মেস থেকে ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে রুবেলকে গ্রেফতার করে। শিক্ষার্থী গ্রেফতারের সংবাদ শোনে সাধারণ ছাত্ররা মৌলভীবাজার-শমসেরনগর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে মুক্তির দাবিতে বিক্ষোভ করে।
রুবেল মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের ফুড বিভাগের ৬ষ্ঠ পর্বের শিক্ষার্থী।
মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আহসানুর রহমান বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে ৩১ মার্চের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী পরীক্ষাগুলো যথারীতি সময়ে অনুষ্ঠিত হবে।



মন্তব্য করুন