দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষ্যে শ্রীমঙ্গলে সরকরী কর্মকর্তা, কর্মচারী ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষ্যে শ্রীমঙ্গলে সরকরী কর্মকর্তা, কর্মচারী ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ মার্চ বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন দুদক এর সামাজিক সংগঠন দুর্নীতি প্রতিরোধ কমিটি দুপ্রক শ্রীমঙ্গল এর উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দুপ্রক শ্রীমঙ্গল সহসভাপতি ডা: হরিপদ রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার দেব।
দুপ্রক সদস্য সৈয়দ ছায়েদ আহমদ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দুদক হবিগঞ্জ ও মৌলভীবাজার এর সমন্মিত কার্যালয়ের উপপরিচালক মলয় কুমার সাহা, পৌর মেয়র মহসিন মিয়া মধু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মো. আশিকুল হক, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাল আবেদীন টিটো, উপজেলা প্রকৌশলী সঞ্জয় মোহন সরকার ও শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায়। সভায় স্বাগত বক্তব্য রাখেন দুপ্রক সদস্য এস এ হামিদ। এছড়াও সভায় আরো বক্তব্য রাখেন রাজঘাট ইউনিয়নের চেয়ারম্যান বিজয় বুনার্জী, আশিন্দ্রোন ইউনিয়নের চেয়ারম্যান রণেন্দ্র প্রসাদ বর্ধন (জহর), সিন্দুর খান ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হেলাল, ইসলামী ফান্ডেশনের কর্মকর্তা মো. মতিউর রহমান, কালাপুর ইউপি সচিব শ্যামল চন্দ্র পাল, ইউপি সদস্য ফিরোজ মিয়া, রেনু মিয়া ও নিতু রায় প্রমুখ।
বক্ততারা দুর্নীতি বন্ধে রাজনৈতিক এবং সরকারের প্রদ্ধতিগত কারণে দুর্নীতি বেশী হয়। এসব দুর্নীতি বন্ধ করতে হলে রাজনৈতিকে দুর্নীতি মুক্ত করতে হবে এবং সরকারের প্রদ্ধতিগত পরিবর্তন আনতে হবে। এছাড়াও সামাজিক ও পারিবারিক ন্যায় বিচার নিজের বিবেক বুদ্ধি জাগ্রত করতে সত্যাকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলতে হবে। তবেই দেশ থেকে দুর্নীতি দুর করা সম্ভব হবে। সভায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল দুপ্রক এর সহসভাপতি সৈয়দা গুলশানারা, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রউপ তালুকদার ও সদস্য মো. কাওছার ইকবালসহ সরকরী কর্মকর্তা, কর্মচরী এবং বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার চেয়ারম্যান, ইউপি সদস্য, মহিলা সদস্য ও কাউন্সিলারবৃন্দ।



মন্তব্য করুন