গ্র্যান্ড সুলতান হোটেলের পক্ষ থেকে শ্রীমঙ্গল থানা পুলিশকে গাড়ী প্রদান

April 1, 2018,

সাইফুল ইসলাম॥ গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ পক্ষ থেকে  মৌলভীবাজার জেলার পর্যটননগরীর শ্রীমঙ্গলে পুলিশের কার্যক্রম আরো গতিশীল করতে শ্রীমঙ্গল থানা পুলিশকে একটি গাড়ী প্রদান করা হয়েছে।

২৯ মার্চ বৃহস্পতিবার দুপুরে গ্র্যান্ড সুলতান রির্সোটের নওমী মঞ্জিলে আনুষ্ঠানিক ভাবে গাড়িটির চাবি হস্তান্তর করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান খাঁজা টিপু সুলতান।

গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে রাখেন, মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. শাহ্জালাল,গ্র্যান্ড সুলতান হোটেলের চেয়ারম্যান খাজা টিপু সুলতান, শ্রীমঙ্গল থানার ওসি কে এম নজরুল, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, ব্যবসায়ী সমিতির সম্পাদক হাজী কামাল হোসেন প্রমূখ।

জেলা পুলিশের মধ্যে উপস্থিত ছিলে সহকারী পুলিশ শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল মো. আশরাফুজ্জামান, গ্র্যান্ড সুলতান রিসোর্ট ও জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মো.শাহ্জালাল বলেন, শ্রীমঙ্গল পুলিশের কাজে সহযোগীতা স্বরূপ গাড়ী প্রদান করায় গ্র্যান্ড সুলতান টি রির্সোট হোটেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এটি সামাজিক দায়বদ্ধতার একটি চমৎকার উদাহরণ।

দেশের প্রতি পুলিশ বাহিনীর গৌরব উজ্জল ভূমিকার কথা উল্লেখ করে গ্র্যান্ড সুলতানের চেয়ারম্যান খাঁজা টিপু সুলতান বলেন, ছোট্ট পরিসরে হলেও পুলিশ বাহিনীর কর্মকান্ডে অংশ নিতে পেরে আমরা গর্বিত।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com