সিলেট বিভাগ ধামাইল উন্নয়ন পরিষদের পুর্নাঙ্গ কমিটি গঠন
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ সিলেটের বিলুপÍ প্রায় ধামাইল সংগীতকে জাগিয়ে তুলতে সিলেট বিভাগ ধামাইল উন্নয়ন পরিষদ পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।
১ এপ্রিল শনিবার সন্ধ্য সাড়ে সাতটায় শ্রীমঙ্গল চন্দ্রনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত আলোচনার মাধ্যমে প্রথমে ১৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। পরে কার্যকরি পরিষদের কমিটি ২০১৮-২০২১ অনোমোদন দেয়া হয়। কমিটির সভাপতি জহর তরফদার,সহ-সভাপতি মিজানুর রহমান আলম,দেবদাস চৌধুরী(সুনামগঞ্জ)অরুনকান্তি তালুকদার(সিলেট)কামাল উদ্দিন(হবিগঞ্জ) সাধারন সম্পাদক রামকৃষ্ণ সরকার,যুগ্ম-সম্পাদক বিমান তালুকদার(সিলেট)অনিতা দেব,সাংগটনিক- সম্পাক শ্যামল দেব(সুনামগঞ্জ)সহ-সাংগটনিক হেমেন্দ্র মল্লিক আকাশ,অর্থ-সম্পাদক মো.আতাউর রহমান,মহিলা সম্পাদক ডাঃ পুস্পিতা খাস্তগীর,সাংস্কৃতিক সম্পাদক জহিরুল মিঠু,কার্যকরি সদস্য অনিরুদ্ধ সেনগুপ্ত,রজত শুভ্র চক্রবর্তী,এম.মুসলিম চৌধুরী,জয়ন্ত দেবনাথ,নাজমুন নাহার লাভলী,মো.মনসুর আহমেদ,শিমুল বর্ধন,সঞ্জয় শর্ম্মা সহ ২১ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদী কার্যকরি কমিটি গঠন করা হয়।



মন্তব্য করুন