খালেদা জিয়ার মুক্তির দাবীতে মৌলভীবাজারে বিএনপির লিফলেট বিতরণ
স্টাফ রিপোর্টার॥ বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও কারাবন্দি সকল নেতাকর্মীর মুক্তির দাবীতে মৌলভীবাজারে লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি (একাংশ)।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ১ এপ্রিল রোববার সকালে শহরের বিভিন্ন স্থানে এসব লিফলেট বিতরন করা হয়। শহরের সমশের নগর সড়কস্থ চৌমুহনা, আদালত সড়ক, টিসি মার্কেট ও চাঁদনীঘাট ব্রীজ সংলগ্ন এলাকায় এসব লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির সদস্য, সাবেক ইউ পি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদশা, জেলা তাঁতী দলের আহবায়ক আব্দুর রকিব সাবু, জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শামিম আহমদ, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মুহিতুর রহমান হেলাল, পৌর যুবদলের সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর আনিসুজ্জামান বায়েছ, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এ এম নিশাত, জেলা ছাত্রদল নেতা সৈয়দ নেপুর আলীসহ অংগসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



মন্তব্য করুন