বাংলার নাট্যলোকের যুগ পূর্তি অনুষ্ঠান
স্টাফ রিপোর্টার॥ বাংলার নাট্যলোকের যুগ পূর্তি উপলক্ষ্যে পথ শিশুকে সহযোগীতার আহব¦ান জানান সৈয়দা সায়রা মহসিন এমপি। বাঙ্গালীর শিকরের সন্ধানে এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের পথ শিশুদের নিয়ে কাজ করা মৌলভীবাজারের ঐতিহ্যবাহী শিশু-কিশোর সাংস্কৃতিক সংগঠন বাংলার নাট্যলোক-মৌলভীবাজারের ১যুগ পূর্তি উপলেক্ষ্য রবিবার ১ এপ্রিল বিকেল ৪ টায় কেন্দ্রীয় শহিদ মিনারে ১ যুগ পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন, বিশেষ অতিথি ছিলেন, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু, সৈয়দ সালমান আলী সভাপতি, বকসি ইকবাল আহমদ, ফেরদৌসি সুলতানা।
কেপিএস বিজয়, এলআর দীলিপ, আয়শা আক্তার জোনাকি যৌথ পরিচালনায়, বাংলার নাট্যলোকের সভাপতি দুরুদ আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, রুহেল আহমদ সভাপতি বাধন র্থ্রীয়াটার, বাংলার নাট্যলোকে প্রতিষ্ঠা কালিন সদস্য এনায়েত হোসেন প্রভাষক কাশিনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজ মোঃ ইকবাল হোসেন রিংকু সভাপতি কেন্দ্রীয় নতুন কুড়ির মেলা, রুবেল খান সাংগঠনিক সম্পাদক বানালো, জাকির সোসেন রুমন পরিচালক নতুন কুড়ির মেলা প্রমুখ।
আলোচনা সভা শেষে ১শ পথ শিশুকে নতুন জামা-কাপড়, চিত্রাংকন প্রতিযোগীতার স্কুল ছাত্র ছাত্রীকে ৮০ টি সনদপত্র ও ১৩ ক্রেষ্ট বিতরন করা হয়। বানালো এর সাংগঠনিক সম্পাদক রুবেল খানকে সেরাসংগঠক ক্রেস্ট প্রদান করেন ও এলআর দীলিপ, আয়শা আক্তার জোনাকিকে সংগঠক ক্রেস্ট প্রদান করেন সভাপতি দুরুদ আহমেদ। পরে শেখ ফারহানা আক্তার মুন্নী ও মনি রায়ে পরিচালনায় বাংলার নাট্যলোকের সদস্যদের নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান, শেষে রাত ৯ ঘটিকায় অনুষ্ঠানটি শেষ হয়।



মন্তব্য করুন