মৌলভীবাজারে প্রাথমিক পর্যায়ে এবছর বৃত্তি সংখ্যা বেড়েছে

April 4, 2018,

আশরাফ আলী॥ প্রাথমিক স্কুল পর্যায়ে মৌলভীবাজারে এবছর বৃত্তির সংখ্যা গত বছরের চেয়ে বেড়েছে। যদিও এবছর জেলার অনেকগুলো প্রাথমিক বিদ্যালয় বন্যার সময় পানিতে তলিয়ে যায়। যার কারণে বিদ্যালয়গুলোতে পাঠদান ব্যহত হয়। তারপরও প্রাথমিকে বৃত্তির ভালো ফলাফল ধরে রেখেছে জেলার স্কুলগুলো।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানাযায়, ৩ এপ্রিল মঙ্গলবার বৃত্তি পরীক্ষার ফলাফলে প্রাইমারিতে এবছর সদর উপজেলায় ট্যালেন্টপুল বৃত্তি সংখ্যা ৮২টি, সাধারণ বৃত্তি সংখ্যা ১৩১টি। রাজনগর উপজেলায় ট্যালেন্টপুল বৃত্তি সংখ্যা ৬১টি, সাধারণ বৃত্তি সংখ্যা ৫১টি। কুলাউড়া উপজেলায় ট্যালেন্টপুল বৃত্তি সংখ্যা ৮৭টি, সাধারণ বৃত্তি সংখ্যা ১৩৫টি। বড়লেখায় ট্যালেন্টপুল বৃত্তি সংখ্যা ৭০টি, সাধারণ বৃত্তি সংখ্যা ১১৭টি। কমলগঞ্জে ট্যালেন্টপুল বৃত্তি সংখ্যা ৬১টি, সাধারণ বৃত্তি সংখ্যা ১১১টি। শ্রীমঙ্গলে ট্যালেন্টপুল বৃত্তি সংখ্যা ৮৪টি, সাধারণ বৃত্তি সংখ্যা ১১১টি ও জুড়ীতে ট্যালেন্টপুল বৃত্তি সংখ্যা ৪৮টি, সাধারণ বৃত্তি সংখ্যা ৩৯টি। সব মিলিয়ে জেলায় এবছর ৪৯৩টি ট্যান্টেপুল বৃত্তি এসেছে ও সাধারণ বৃত্তি এসেছে ৬৯৫টি। প্রাইমারিতে মৌলভীবাজারে এবছর ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তি সংখ্যা ১১৮৮টি। যা গত বছরের তুলনায় বেশী।

মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ বায়েজীদ খান বলেন, এবছর বন্যার কারণে অনেক স্কুল পানিতে তলিয়ে যায়। ফলে স্কুলগুলোতে অনেকদিন ক্লাস নেওয়া যায়নি। আমরা এবছর প্রাইমারিতে ভালো ফলাফলের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছি। আশাকরি আগামী বছর জেলায় একটি ভালো ফলাফল হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com