চা বিক্রেতা পুত্রের ৬ মাসেও খোঁজ মিলেনি : উদ্বেগ-উৎকন্ঠায় পরিবার
April 4, 2018,
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের আদালত এলাকার চা বিক্রেতার পুত্র সালমান রহমান (১৭) ৬ মাস ধরে নিঁেখাজ রয়েছে। তার এই নিখোঁজের ঘটনায় পবিবারের সদস্যরা উদ্বেগ-উৎকন্ঠায় দিন-পাত কাটাচ্ছেন। নিখোঁজ সালমান পৌর শহরের ৩নং ওয়ার্ডের রঘুনন্দনপুর এলাকায় বসবাস করছে। তার বাবা জয়নাল মিয়া জেলা আইনজীবী সমিতির পিয়নের পাশাপাশি চা বিক্রি করে জীবনযাপন করছে। এ ঘটনায় তার পিতা মৌলভীবাজার মডেল থানায় গত ৫ অক্টোবর ২০১৭ ইং তারিখে একটি সাধারণ ডায়েরি করেছেন। (ডায়েরি নং-২৭৩)।
ডায়েরিতে তিনি উল্যেখ করেন তার পুত্র সালমান ৩ অক্টোবর ২০১৭ ইং তারিখে তার ব্যবসায়ী প্রতিষ্ঠান আদালত এলাকার ২নং বার ভবন সংলগ্ন চা ষ্টল থেকে নিখোঁজ হয়। এদিকে সালমান এই নিখোঁজের ঘটনায় তার পরিবারের উৎকন্ঠা দিন দিন বেড়েই চলেছে।



মন্তব্য করুন