ভারতের মোম্বাই এক যুবকের ভ্রমণ কাহিনী

April 6, 2018,

আশরাফ আলী॥ ভ্রমণ করার নেশাই আলাদা। ভ্রমণ করতে কার না ভালো লাগে। ভ্রমণের কথা শুনলে আমরা আনন্দে নেঁচে উঠি। মানুষ প্রকৃতির টানে অনেক সময় ভ্রমণ করে থাকে। প্রকৃতিকে উপভোগ করতে মানুষ বিচিত্র সব জায়গায় ভ্রমণ করে। কে না চায় প্রকৃতির মাঝে হারিয়ে যেতে। নিজেকে উপভোগ করার জন্য মানুষ অনেক সময় প্রকৃতির প্রেমে হারিয়ে যায় দেশ থেকে বহুদূরে।
ভ্রমণ যদি হয় দেশ থেকে বিদেশে তাহলে তার মজাই অন্য রকম। মানুষ অনেক সময় বিভিন্ন কাজে এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করে থাকে। তবে সে ভ্রমণ যদি শুধু মাত্র দেশে দেশে ঘুরে বিভিন্ন দেশের প্রকৃতির সাথে মিশা এটি একটি অন্য রকম অনুভূতি। তেমনই ভ্রমণ পিপাসু এক যুবকের কাহিনী এটি। প্রকৃতির টানে দেশ থেকে দেশান্তরে ঘুরছে। তার বাড়ি ভারতের মোম্বাই প্রদেশে। নাম হলো ইয়োগ্যাস।
ইয়োগ্যাস তামাবিল ডাউকি বর্ডার দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। ২০-২২ হাজার কিলোমিটার ভ্রমণ করে বাংলাদেশে এসেছে। প্রতিদিন বাইসাইকেল চালিয়ে ৩ থেকে ৪শ কিলোমিটার অতিক্রম করত।
সে পর্র্তুগাল থেকে শুরু করে সেন্ট্রাল এশিয়া, চায়না, লাওস, কম্বোডিয়া, থাইল্যান্ড, মায়ানমার ও ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করে। সে সিলেটের বর্ডার দিয়ে ভারতে যাবে। এখন পর্যন্ত বাইসাইকেল চালিয়ে ৩১টি দেশ ভ্রমণ করেছে।
২৬ মার্চ ভারতের ত্রিপুরা রাজ্য হয়ে ডাউকি বর্ডার দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। সে বাংলাদেশে দুই সপ্তাহ অবস্থান করে। সে যে বাইসাইকেল চালিয়ে ভ্রমণ করে সেটির নাম হলো বোদ্ধা সাইকেল।
সে বাংলাদেশে থাকাকালীন সময়ে মৌলভীবাজার সাইক্লিনিং কমিউনিটির এডমিন মারুফ রহমানের বাসায় বর্তমানে অবস্থান করে। ইয়োগ্যাস পেশায় একজন পেট্টোলিয়াম ইঞ্জিনিয়ার।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com