মৌলভীবাজারে মেলোডি’র রজত জয়ন্তী উৎসব
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে পালিত হলো প্রাচীনতম সংগঠন ‘মেলোডি শিল্পী গোষ্ঠী’র রজত জয়ন্তী (১৯৯১-২০১৮) উৎসব।
৫ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যারাতে মৌলভীবাজার পৌর মিলনায়তনে কেক কেটে উৎসবের উদ্বোধন করেন, মৌলভীবাজার সদর আসনের সাংসদ ও জাতীয় সংসদের প্যানেল স্পীকার সৈয়দা সায়রা মহসীন।
এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি আবদুল হামিদ মাহবুব, সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিমউদ্দিন মাসুদ, জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিনিধি আকমল হোসেন নিপু, প্রেসক্লাবের আজীবন সদস্য আফজল খাঁন, সময় টিভি প্রতিনিধি শাহ অলিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট টিভি প্রতিনিধি আব্দুর রব, সৈয়দ মুনিম আহমদ রিমন, এ এস কাঁকন প্রমুখ।
অনুষ্ঠানে মেলোডি শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাকালীন সদস্য প্রয়াত আলী আসগর খাঁন পিন্টু, মঞ্জুর আহমদকে স্মরণ করা হয়। এছাড়া মেলোডি শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাকালীন সদস্য আমেরিকা প্রবাসী পারভেজ আহমেদ, রাসেল, দীপু, লন্ডন প্রবাসী বদরুজ্জামান আহমদ, লন্ডন প্রবাসী সাংবাদিক মুনজের আহমেদ চৌধুরী, সৈয়দ রফিকুল ইসলাম সুহেল প্রমুখের সার্বিক সহযোগিতার জন্য মেলোডি কৃতজ্ঞতা প্রকাশ করে।
অনুষ্ঠানে হাছন রাজা, রাঁধারমন, শাহ আব্দুল করিম, আধুনিক, ব্যান্ড ও গজল পরিবেশন করেন, তমাল ফেরদৌস, সৈয়দ মুনিম আহমদ রিমন, ইয়ারুন্নেছা খানম ইভা, ক্লোজআপ ওয়ান তারকা রানা খাঁন, মাসুম আজিজ, জাহাঙ্গীর হোসেন, শামীম আহমদ, নাজনীন আক্তার এনি প্রমুখ।
অনুষ্ঠানে যন্ত্র সংগীতে ছিলেন, কি বোর্ডে হাসান আহমেদ, তবলায় সুমন, গীটারে শাওন ও প্যাডে নেপাল ভাসপর।
অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয় অনলাইন জিবিটিভিতে। সমগ্র অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন, মুমতানহা মুম।



মন্তব্য করুন