শ্রীমঙ্গলের প্রবীণ নাট্য শিল্পী সত্যব্রত দত্তকে সম্মাননা প্রদান

April 7, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলের প্রবীণ নাট্যাভিনেতা সত্যব্রত দত্ত টুলটুলকে সম্মাননা দিয়েছে শ্রীমঙ্গল বারিধারা শিল্পী গোষ্টী।

৫ এপ্রিল বৃহস্পতিবার রাতে শ্রীমঙ্গল চন্দ্রনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায়। সংগঠনের অন্যতম কর্ণধার শ্যামল আচার্য্যের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যদেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও শ্রীমঙ্গল সাংস্কৃতিক একাডেমীর পরিচালক বিকুল চক্রবর্তী, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব বুলবুল আনাম প্রমূখ। উল্লেখ্য সত্যব্রত দত্ত শ্রীমঙ্গলের একজন প্রবীণ নাট্যাভিনেতা, নাট্য নির্দেশন ও নাট্য পরিচালক। তাঁর দীর্ঘ নাট্যজীবনে তিনি মঞ্চ, পথ ও প্যাকেজসহ অর্ধশতাধিক নাটকে অভিনয়ন করেন। সম্প্রতি তিনি বাংলাদেশ চা গবেষনা কেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তার পদ থেকে সফলভাবে অবসর নেন এবং শ্রীমঙ্গলের নাট্যাঙ্গনে আরও ঘনিষ্টভাবে সম্পৃক্ত হন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com