শ্রীমঙ্গলের প্রবীণ নাট্য শিল্পী সত্যব্রত দত্তকে সম্মাননা প্রদান
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলের প্রবীণ নাট্যাভিনেতা সত্যব্রত দত্ত টুলটুলকে সম্মাননা দিয়েছে শ্রীমঙ্গল বারিধারা শিল্পী গোষ্টী।
৫ এপ্রিল বৃহস্পতিবার রাতে শ্রীমঙ্গল চন্দ্রনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায়। সংগঠনের অন্যতম কর্ণধার শ্যামল আচার্য্যের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যদেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও শ্রীমঙ্গল সাংস্কৃতিক একাডেমীর পরিচালক বিকুল চক্রবর্তী, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব বুলবুল আনাম প্রমূখ। উল্লেখ্য সত্যব্রত দত্ত শ্রীমঙ্গলের একজন প্রবীণ নাট্যাভিনেতা, নাট্য নির্দেশন ও নাট্য পরিচালক। তাঁর দীর্ঘ নাট্যজীবনে তিনি মঞ্চ, পথ ও প্যাকেজসহ অর্ধশতাধিক নাটকে অভিনয়ন করেন। সম্প্রতি তিনি বাংলাদেশ চা গবেষনা কেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তার পদ থেকে সফলভাবে অবসর নেন এবং শ্রীমঙ্গলের নাট্যাঙ্গনে আরও ঘনিষ্টভাবে সম্পৃক্ত হন।



মন্তব্য করুন