সৈয়দ আবু শাহজাহানের ঈসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে বিশিষ্ট সমাজসেবক আলহাজ সৈয়দ আবু শাহজাহানের ঈসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৫ এপ্রিল বৃহস্পতিবার রাতে শহরের একটি কমিউনিটি সেন্টারে সাপ্তাহিক পূর্বদিক পত্রিকা ও ডা. কুতুব উদ্দিন অ্যাডুকেশন ট্রাস্টের উদ্যোগে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
ট্রাস্টের সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে ও মাওলানা শফিকুল আলমের পরিচালনায় ঈসালে সওয়াব মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি আল্লামা হুছামুদ্দিন চৌধুরী ফুলতলী। বিশেষ অতিথি ছিলেন আনজুমানে আল ইসলাহ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা মুফতি শামছুল ইসলাম।
বিকেল ৫টা থেকে সৈয়দ আবু শাহজাহানের রুহের মাগফিরাত কামনায় খতমে বুখারী, খতমে কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর রাতে আলোচনা সভা ও মিলাদ মাহফিল শেষে রাতের খাবার খাওয়া হয়। মাহফিলে মোনাজাত পরিচালনা করেন আল ইসলাহ সভাপতি আল্লামা হুছামুদ্দিন চৌধুরী ফুলতলী।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আবু শাহজাহানের প্রতি স্মৃতিচারণ করে আল্লামা হুছামুদ্দিন চৌধুরী ফুলতলী বলেন, সৈয়দ আবু শাহজাহান মৃত্যুর আগ অবদি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে গেছেন। তিনি বিভিন্ন মসজিদ মাদরাসার খেদমত করছেন। জেলাবাসীর কাছে আবু শাহজাহান একজন ন্যায়বিচারক ছিলেন। তাঁর মৃত্যুতে জেলার অপুরণীয় ক্ষতি হয়েছে। তিনি বলেন সৈয়দ আবু শাহজাহানের কাছ থেকে সকলের শিক্ষা নেয়ার বিষয় রয়েছে। ভালো কৃতকর্ম থাকলে আবু শাহজাহানের মতো সবাইকে মানুষ স্মরণ করবে।
মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, সহ সভাপতি আকিল আহমদ, জেলা বিএনপির সহ সভাপতি ফয়জুল করিম ময়ূন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, আল ইসলাহ’র কেন্দ্রীয় সদস্য সিরাজুল ইসলাম সিদ্দিকী, মৌলভীবাজার জেলা ইসলাহ সম্পাদক মাওলানা এম.এ আলিম, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহিন, সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, সৈয়দ আবু শাহজাহানের ছেলে সৈয়দ মুজাম্মেল আলী শরিফ, বিশিষ্ট সমাজসেবক একলাছুর রহমান, সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার সম্পাদক মুজাহিদ আহমদ, সহযোগী সম্পাদক সালাহ উদ্দিন ইবনে শিহাব, কেন্দ্রীয় তালামীযের সাংগঠনিক সম্পাদক হাফিয কাওছার আহমদ, প্রশিক্ষণ সম্পাদক জায়েদ আহমদ চৌধুরী, ডেইলি অভজাবভার মৌলভীবাজার প্রতিনিধি অশোক কুমার দাশ, মানবজমিনের জেলা প্রতিনিধি মাসুদ আহমদ, স্টাফ রিপোর্টার মু.ইমাদ উদ্দিন প্রমুখ।



মন্তব্য করুন