অকাল বন্যায় হাওরের বোরো ধান রক্ষার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি
April 8, 2018,
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে অকাল বন্যার হাত থেকে কাউয়াদিঘি, হাকালুকি ও হাইলহাওরের বোরো ধান রক্ষার দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাববরে স্মারকলিপি প্রদান করেছে মৌলভীবাজার জেলা হাওর রক্ষা সংগ্রাম কমিটি।
৮ এপ্রিল রোববার দুপুরে মৌলভীবাজার স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে ঘন্টাব্যপী মানববন্ধন কর্মসূচিতে হাওর পাড়ের শতাধিক কৃষক অংশ নেয়। জেলা হাওর রক্ষা সংগ্রাম কমিটি হাকালুকি হাওরকে উন্নয়ন প্রকল্পে অন্তভূক্ত করন, নতুন প্রতিস্থাপন করা মনুনদী প্রকল্পের আওতাভূক্ত কাসেমপুর পাম্প হাউজে নিরবিচ্ছিন্ন বিদ্যৎ সরবরাহ, পাম্প হাউজ সংলগ্ন একাধিক খাল-নদী খনন ও বুড়ি কেয়ারী বাঁধ অপসারনসহ ৭টি দাবি তুলে ধরেন।
পরে এই দাবিগুলো বাস্তবায়নের জন্য জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন।



মন্তব্য করুন