হাওর বাচাঁতে ৭ দফা দাবী জানিয়ে  জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান

April 8, 2018,

স্টাফ রিপোর্টার॥ হাওর বাচাঁতে ৭ দফা দাবী জানিয়ে মৌলভীবাজারে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

৮ এপ্রিল রোববার দুপুরে হাওর রক্ষা সংগ্রাম কমিটি মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে জানানো হয় যে গত তিন বছরে জেলার বৃহৎ হাওরগুলোতে জলাবদ্ধতা ও মানবসৃষ্ট নানা কারণে কৃষকেরা বোরো ফসল ঘরে তুলতে পারেননি। এতে জেলার হাজার হাজার ক্ষেতমজুর মারাতœকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে ভিটে মাটি ও জমিজমা বিক্রি করে নিঃস্ব হয়েছেন। লিখিত পত্রে জেলা প্রশাসকের কাছে হাওর ও কৃষক বাঁচাতে ৭ দফা দাবীর বাস্থবায়ন চাওয়া হয়। দাবীগুলো হলো- কাশিমপুর পাম্প হাউসে সার্বক্ষনিক বিদ্যুৎ সরবরাহ করে বোরে মৌসুমে পানি সেচ অব্যাহত রাখা। কোদালী ছড়া পুনঃখননসহ গোপলা নদীর সাথে সংযোগ স্থাপন করে ছড়ার দুই পাড়ে রাস্থা প্রসস্থ করা। ফানাই,সোনাই, ধলাই ও জুড়ী নদীর মোহনা খনন করা।  ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর এলাকার কুশিয়ারা নদী সংলগ্ন ইটভাটা সরিয়ে বুড়িকিয়ারী বাঁধ অপসারন করা। দেশের বৃহত্তম হাওর হাকালুকিকে হাওর উন্নয়ন প্রকল্পে অন্তর্ভুক্ত করে হাওর অঞ্চলে কৃত্রিম জলাবদ্ধতা যাতে না হয় সেদিকে সতর্ক দৃষ্টির দাবী জানানো হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, হাওর রক্ষা সংগ্রাম কমিটির সভাপতি এডভোকেট ময়নুল রহমান মগনু, সাধারন সম্পাদক জুনেদ আহমদ চৌঃ, সদস্য মুহিবুর রহমান খাঁন, জাকির আহমদ জগলু, কৈশিক দেব, আলমগীর হুসেন, রাজন আহমদ, ময়নুল ইসলাম, কয়েস খাঁন, কৃষক আনসার মিয়া,  জুবেদ আহমদ চৌঃ, আলী মিয়া প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com