জেলা পর্যায়ে ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুনামেন্ট ফুটবল খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার॥ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় ক্রীড়া পরিদপ্তর ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুনামেন্ট বাছাই পর্ব অনুষ্ঠিত।
১০ এপ্রিল মঙ্গলবার বিকেলে জেলা পর্যায়ের ফুটবল খেলোয়াড় বাছাই মৌলভীবাজার এম সাইফুর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ৭টি উপজেলার বিভিন্ন স্কুলের এবং বিভিন্ন ক্রীড়া ক্লাব ও একাডেমির অনূর্ধ-১৬ বয়সের খেলোয়াড়রা বাচাই পর্বে অংশগ্রহণ করে। ক্রীড়া পরিদপ্তর ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুনামেন্ট/১৮ এর সিলেট বিভাগীয় অনূর্ধ ১৬ ফুটবল দল গঠনের লক্ষ্যে জেলার খেলোয়াড়দের মাধ্যমে ৫ জন খেলোয়াড় ও ১ জন গোলকিপার সহ ৬ জনকে সিলেট বিভাগীয় দলের জন্য বাচাই করা হয়।
বাচাইকৃত খেলোয়াড়রা হলেন সদর উপজেলার শ্যামলাল দাশ, কুলাউড়া উপজেলার ইলিয়াস মিয়া, সদর উপজেলার শুভ আহমদ, শ্রীমঙ্গল উপজেলার বিপ্লব দাস, কুলাউড়া উপজেলার সদরুজামান চৌধুরী ও গোলকিপার হিসেবে কুলাউড়া উপজেলার মেহেদি হাসান শাওন।
জেলা ফুটবল এসোয়িয়েশনের সহযোগিতায় খেলোয়াড় বাছাই করেন জেলা ফুটবল এসোয়িয়েশনের সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল কোচ তনজু খাঁন ও মোঃজামান মিয়া।
জেলা সরকারি গণগ্রন্থাগারের গ্রন্থাগারীক হাবিবুর রহমান, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আক্তারুজ্জামান, জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক আনসার আহমেদ, জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ মাজহারুল মজিদ সহ বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষকবৃন্দ, কোচ ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাচাইকৃত খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।



মন্তব্য করুন