দুই ইটভাটাসহ কয়েকটি প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার অধিদপ্ত’রের অভিযান
স্টাফ রিপোর্টার॥ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে সদর উপজেলার তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে।
১১ এপ্রিল বুধবার অভিযান চালিয়ে ইট তৈরির ফর্মাতে কারচুপি করা, নির্ধারীত পরিমাপের ইট বিক্রি না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য তৈরি করা, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণসহ বিভিন্ন অপরাধে রায়শ্রী এলাকার সমবায় ব্রিকস ফিল্ডকে ৪০ হাজার, বরমান এলাকার কালাম ব্রিকস ফিল্ডকে ৪০ হাজার ও ইসলামপুরের ফার্মস ফুডকে আরো ১৫ হাজার টাকাসহ মোট ৯৫ হাজার টাকা করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন সদর উপজেলা সেনেটারী ইন্সপেক্টর শেকর কান্তি পাল, সদর পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর আলেয়া খানম, জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাসট্রির পরিচালক মাহিম দে ও র্যাব ৯ কম্পানি কমান্ডার বিমান চন্দ্র কর্মকারসহ অনেকেই।



মন্তব্য করুন