বর্নাঢ্য আয়োজনে পৌরসভায় বর্ষবরণ উৎসব পালিত

April 14, 2018,

আশরাফ আলী॥ বর্নাঢ্য আয়োজনে মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে বর্ষবরণ উৎসব পহেলা বৈশাখ পালিত হয়েছে।

শনিবার  ১৪ এপ্রিল সকালে বর্ষবরণ উদযাপন পরিষদের আয়োজনে পহেলা বৈশাখকে বরণ করে নেওয়ার জন্য শহরে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়। পৌর মেয়র মোঃ ফজলুর রহমানের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা প্রাঙ্গনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় পৌর মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক নওশের আলী খোকন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাধাপদ দেব সজল, মতিন বক্স, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টু, প্যানেল মেয়র ফয়সল আহমদ, সৈয়দা জেরিন আক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নাহিদ হোসেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com