নামিরা ট্রাভেলসের সত্তাধিকারীকে কারাদন্ড ও জরিমানা

April 15, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল কলেজ রোডস্থ রোডস্থ নামিরা ট্রাভেলস এর সত্ত্বাধিকারী খলিলুর রহমান রহমান (৩৭) কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

জানাগেছে, খেলাফত মজলিস শ্রীমঙ্গল পৌর শাখার সেক্রেটারি ও মুসলিমবাগস্থ দারুল আজহার ইনস্টিটিউটের পরিচালক এবং পরিচালনা পর্ষদের সেক্রেটারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারা লংগনের অপরাধে ভ্রাম্যমান আদালত ৫০ হাজার টাকা জরিমানা ও অভিযোগকারীর ৯৫ হাজার টাকা প্রদান অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের রায় দিয়েছেন।

শহরের শান্তিবাগস্থ আলহাজ্ব হাফেজ মোঃ জিয়াউদ্দিন তালুকদার রাশেদ এর লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৫ এপ্রিল রবিবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম এ রায় প্রদান করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com