সামিয়া আক্তার ইশা, ট্যালেন্টফুল বৃত্তি পেয়েছে,

April 15, 2018,

শহর প্রতিনিধি॥ শিশুকানুন, মৌলভীবাজার, স্কুল থেকে, ২০১৭ সালে ৫ম শ্রেণির প্রাথমিক সমাপনি পরীক্ষায়  ট্যালেন্টফুল বৃত্তি পেয়েছে, সামিয়া আক্তার ইশা। পিতা:- সানোয়ার হোসেন,  ফুজি কালার ল্যাব এর ম্যানেজার, মাতা:- জেসমিন বেগম, গৃহিনী, ভবিষ্যতে উচ্চ শিক্ষকতায় শিক্ষিত হয়ে শিক্ষকতা করতে চায়, সে দাদা দাদী ও নানা নানী ও শিক্ষক শিক্ষিকা সকলের দোয় ও আশীর্বাদ চায়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com