জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে হাজী মুজিবের নেতৃত্বে বিজয় র্যালী
শ্রীমঙ্গল প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ¦ মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিবের নেতৃত্বে বিজয় র্যালী অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার ৫ আগষ্ট সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা, পৌর বিএনপি ও দলের সহযোগী সংগঠনের উদ্যোগে শহরের শাহী ঈদগাহ এলাকা থেকে এ বিজয় র্যালী বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে স্টেশন চত্তরে গিয়ে সমাপ্ত হয়। র্যালীতে উপজেলা বিএনপির আহ্বায়ক মো: নুরুল আলম সিদ্দিকী, আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক তাজ উদ্দিন তাজু, আহ্বায়ক কমিটির সদস্য মো: মশিউর রহমান রিপন, মো: মকসুদ আলী, শামীম আহমেদ, পৌর বিএনপির সাবেক সভাপতি মোসাব্বির আলী মুন্নাসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ছাত্রদল, যুবদলসহ দলের অন্যান্য অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে সংকিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ¦ মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব, এসময় গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, এবং আজকের কর্মসূচিতে স্বতস্ফুর্তভাবে অংশ গ্রহন করায় দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান।



মন্তব্য করুন