মৌলভীবাজার-৪ আসনে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট আব্দুর রবের দিনব্যাপী গণসংযোগ

August 23, 2025,

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী, সুপ্রিম কোর্টের আইনজীবী ও সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ আব্দুর রব মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে।

বৃহস্পতিবার ২১ আগস্ট ২০২৫ ইং, তিনি শ্রীমঙ্গল পৌরসভার হবিগঞ্জ রোড, মৌলভীবাজার রোড, কলেজ রোড, চৌমুহনী ও স্টেশন রোডসহ আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ করেন এবং সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।

এসময় তিনি দোকানদার, পথচারী ও স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং “দাঁড়িপাল্লা প্রতীকে” ভোট প্রার্থনা করেন। তিনি এলাকার উন্নয়ন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

পরে শ্রীমঙ্গল রেলস্টেশন জামে মসজিদের সামনে গোলচত্বরে অনুষ্ঠিত এক পথসভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট আব্দুর রব।

পথসভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ ইসমাঈল হোসেন এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মোঃ আশরাফুল ইসলাম কামরুল।

এ পথসভায় বিপুল সংখ্যক জনতা উপস্থিত ছিলেন এবং প্রার্থী তার ভিশন ও নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন। জনগণ অংশগ্রহণ করে প্রার্থীর বক্তব্য মনোযোগ দিয়ে শ্রবণ করেন।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com