শ্রীমঙ্গলে “সততা সমাজকল্যাণ সংস্থা”র আয়োজনে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন

August 23, 2025,

স্টাফ রিপোর্টার: মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শ্রীমঙ্গলের তরুণদের সামাজিক সংগঠন “সততা সমাজকল্যাণ সংস্থা” এর আয়োজনে এক বর্ণাঢ্য ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২২ আগস্ট ২০২৫ ইং, বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত হবিগঞ্জ রোডস্থ পল্লী বিদ্যুৎ সংলগ্ন লালবাগ রাস্তার মুখ এলাকায় এক ব্যতিক্রমধর্মী ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আশপাশের এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়ে। এ কর্মসূচিতে স্থানীয় মোট ৮৭ জন নাগরিকের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং তাদের রক্তের গ্রুপ সম্পূর্ণ বিনামূল্যে নির্ণয় করে দেওয়া হয়।

টেকনিক্যাল সাপোর্ট প্রদান করেন দক্ষ স্বেচ্ছাসেবক টেকনিশিয়ানগণ- মোঃ আজহারুল ইসলাম অনিক, মোঃ রমজান আলী, মোঃ ইমরান হুসেন, মোঃ আব্দুল ও মোঃ মাহিয়া মাহি প্রমুখ।

এ সময় “সততা সমাজকল্যাণ সংস্থা”র প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ আজহারুল ইসলাম অনিক বলেন, “আমরা মানবসেবাকে অগ্রাধিকার দিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে চাই। এ কার্যক্রম তারই একটি অংশ। ভবিষ্যতে আরও বড় পরিসরে ফ্রি মেডিকেল ক্যাম্পসহ নানা উদ্যোগ নিতে চাই।”

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, এ ধরণের সমাজসেবামূলক কার্যক্রম শ্রীমঙ্গল ও এর আশপাশের এলাকাগুলোতে নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, তরুণদের এমন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা দেয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com