বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট শ্রীমঙ্গল উপজেলা ও পৌর শাখার নতুন কমিটি

September 4, 2025,

শ্রীমঙ্গল প্রতিনিধি : বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট শ্রীমঙ্গল উপজেলা ও পৌর শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।

বুধবার ৩ সেপ্টেম্বর বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক এডভোকেট সুনীল কুমার দাস ও সদস্য সচিব এডভোকেট গোবিন্দ মোহন পাল এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শ্রীমঙ্গল উপজেলা শাখার ৩৩ সদস্য এবং পৌর শাখার ২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।

উপজেলা শাখার কমিটিতে আহ্বায়ক নির্বাচিত হয়েছেন টিটু দাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুজিত রায় এবং সদস্য সচিব বসন্ত গোয়ালা। অন্যদিকে পৌর শাখার কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রনব বৈদ্য, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিবারণ দাস এবং সদস্য সচিব শিপন আচার্য।

নবগঠিত উপজেলা ও পৌর শাখার সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে সংগঠনের পক্ষ থেকে বলা হয় তাদের নেতৃত্বে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আরও ঐক্যবদ্ধ, শক্তিশালী ও গতিশীল হয়ে উঠবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com